১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

জানা গেল সেই ব্যক্তির পরিচয়, যাকে আটকের পর ছাড়িয়ে নেন উপদেষ্টা,

দৈনিক সুনামগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৭:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে।

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ব্যক্তিকে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য তড়িৎগতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পরে অনেকেই তার মুক্তির দাবি করে ফেসবুকে পোস্ট দেন। সে দাবির মুখে ওই ব্যক্তিকে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পর সে ব্যক্তির পরিচয় জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা। লিখেছেন, ‘মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে নিজেদের পূর্বঘোষিত মার্চ ফর খিলাফতের জন্য জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কর্মীরা। এ সময় তাদের লাঠিপেটার মাধ্যমে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জানা গেল সেই ব্যক্তির পরিচয়, যাকে আটকের পর ছাড়িয়ে নেন উপদেষ্টা,

আপডেট সময়ঃ ০৭:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ব্যক্তিকে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য তড়িৎগতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

পরে অনেকেই তার মুক্তির দাবি করে ফেসবুকে পোস্ট দেন। সে দাবির মুখে ওই ব্যক্তিকে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পর সে ব্যক্তির পরিচয় জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা। লিখেছেন, ‘মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে নিজেদের পূর্বঘোষিত মার্চ ফর খিলাফতের জন্য জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কর্মীরা। এ সময় তাদের লাঠিপেটার মাধ্যমে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।