পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা

- আপডেট সময়ঃ ১০:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিনি এই সম্মেলনের উদ্বোধন করেন।
বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্ট তৈরির জন্য আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। এ ধরনের সিদ্ধান্ত জেলা প্রশাসকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
আজকের দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনার সুযোগ রয়েছে। সন্ধ্যায় তার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা এবং রাতে নৈশভোজ অনুষ্ঠিত হবে।
এবারের ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। জনসেবা, জনদুর্ভোগ, সড়ক নির্মাণ, আইন সংশোধন, এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোও অগ্রাধিকার পাচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ডিসি ও বিভাগীয় কমিশনাররা এই প্রস্তাবগুলো সম্মেলনে উপস্থাপন করবেন। এবারের সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট ৩৪টি কার্য-অধিবেশন হবে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, সম্মেলনে ৩০টি সাধারণ অধিবেশন এবং চারটি বিশেষ অধিবেশন হবে। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা।