১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সিলেটে রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ আটক ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১২:২১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে।

রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ দুই ব্যক্তি আটক। সংগৃহীত ছবি

সিলেটে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তামাবিল মহাসড়ক হয়ে মোটরসাইকেলটি নিয়ে আসছিলেন আটক হওয়া ওই দুই ব্যক্তি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টিলাগড় পুলিশ বক্সের টিএসআই মো. রিপন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন: বাগেরখাল গ্রামের জৈন্তাপুরের বাসিন্দা ফখর উদ্দিনের নাজিম আহমেদ এবং গোয়াইনঘাট থানার আটগ্রামের বাসিন্দা উছমানের ছেলে শাহিদ আহমদ।

আটক ব্যক্তিদের কাছ থেকে একটি কালো রঙের রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ হওয়া মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।

টিএসআই মো. রিপন মিয়া জানান, সিলেট-তামাবিল মহাসড়ক হয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল সিলেট শহরে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে টিলাগড় ফুটওভার ব্রিজের নিচে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে একটি মোটরসাইকেল সিলেট শহরের দিকে আসলে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরবর্তীকালে পুলিশ তাদেরকে আটক করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন জানিয়ে টিএসআই বলেন, জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের বাসিন্দা মো. কবিরের মাধ্যমে মোটরসাইকেলটি ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এবং সিলেট শহরে বিক্রির জন্য নেয়া হচ্ছিল।

মো. রিপন মিয়া আরও জানান, এ ঘটনায় শাহপরান থানার মামলা করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ আটক ২

আপডেট সময়ঃ ১২:২১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ দুই ব্যক্তি আটক। সংগৃহীত ছবি

সিলেটে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তামাবিল মহাসড়ক হয়ে মোটরসাইকেলটি নিয়ে আসছিলেন আটক হওয়া ওই দুই ব্যক্তি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টিলাগড় পুলিশ বক্সের টিএসআই মো. রিপন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন: বাগেরখাল গ্রামের জৈন্তাপুরের বাসিন্দা ফখর উদ্দিনের নাজিম আহমেদ এবং গোয়াইনঘাট থানার আটগ্রামের বাসিন্দা উছমানের ছেলে শাহিদ আহমদ।

আটক ব্যক্তিদের কাছ থেকে একটি কালো রঙের রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ হওয়া মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।

টিএসআই মো. রিপন মিয়া জানান, সিলেট-তামাবিল মহাসড়ক হয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল সিলেট শহরে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে টিলাগড় ফুটওভার ব্রিজের নিচে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে একটি মোটরসাইকেল সিলেট শহরের দিকে আসলে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরবর্তীকালে পুলিশ তাদেরকে আটক করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন জানিয়ে টিএসআই বলেন, জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের বাসিন্দা মো. কবিরের মাধ্যমে মোটরসাইকেলটি ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এবং সিলেট শহরে বিক্রির জন্য নেয়া হচ্ছিল।

মো. রিপন মিয়া আরও জানান, এ ঘটনায় শাহপরান থানার মামলা করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।