আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সুনামগঞ্জে তাৎক্ষণিক আনন্দ মিছিল

- আপডেট সময়ঃ ০১:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সুনামগঞ্জে বিজয়ের মিছিল করেছে বিপ্লবী ছাত্রজনতা। শনিবার (১০ মে) রাত ১২টার দিকে শহরের আলতাফ স্কয়ার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা “ধর ধর আওয়ামী লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”, “ঈদ মোবারক”, “আওয়ামী লীগের কবর রচনা হোক আজ” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, জেলা যুব জমিয়তের নেতা ত্বাহা হোসাইনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি রাজনৈতিক দলের পতন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের ফলাফল। জনগণ এবার মুক্ত নিশ্বাস নিতে পারবে।”
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নিপীড়ন ও ভোটাধিকার হরণের অভিযোগ এনে কঠোর ভাষায় সমালোচনা করেন।এবং অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।