রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময়ঃ ০২:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের নাট্যসংগঠন “রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার”-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় আয়োজিত এ মাহফিলে সংগঠনের সদস্যসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিশিষ্টজনরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তামিম রায়হান। ইফতারের আগে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নাট্যচর্চার গুরুত্ব এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, সহ দলনেতা সোহানুর রহমান, সংগীতশিল্পী রিপন চন্দ ও মোহন রায়, থিয়েটার কর্মী কাব্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের সমন্বয়ক ইমন দোজা আহমেদ, ছাত্র নেতা ফাহিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার দীর্ঘদিন ধরে নাট্যচর্চার মাধ্যমে সুনামগঞ্জের সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার পুর্বে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।