শ্যামলী- 59/1/A, বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ। ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

উন্নয়নের আড়ালে অনিয়ম-সুনামগঞ্জের জগন্নাথপুরে এলজিইডির প্রকল্পে দুদকের অভিযান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৭:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজার–বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ প্রকল্প। কাগজে-কলমে উন্নয়নের দাবি, মাঠপর্যায়ে বাস্তবতা কি তাই?—এই প্রশ্নের উত্তর খুঁজতেই বুধবার (৩০ এপ্রিল) দুপুরে হঠাৎ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিলেট দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত, কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদকের আরও কয়েকজন সদস্য।

অভিযানে এলজিইডি কার্যালয় থেকে সংশ্লিষ্ট সড়ক প্রকল্পের বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়। এরপর সরেজমিনে পরিদর্শন করা হয় এক কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণস্থল।

উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত সুনামগঞ্জ সংবাদকে বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, এই সড়ক নির্মাণে অবৈধভাবে উত্তোলন করা বালু ব্যবহার করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। আমরা রাস্তার কাজের নমুনাও সংগ্রহ করেছি। এসব নমুনা পরীক্ষার জন্য কমিশনে পাঠানো হবে।”

তিনি আরও জানান, স্থানীয় ইউএনও’র সঙ্গেও তারা এই বিষয়ে কথা বলেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে অনিয়মের আভাস মিললেও, পরীক্ষাগারে বিশ্লেষণের পরই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে।

সিলেট দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনে জানান, ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলন ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই অভিযান।পুরো বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে এবং অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

উন্নয়নের আড়ালে অনিয়ম-সুনামগঞ্জের জগন্নাথপুরে এলজিইডির প্রকল্পে দুদকের অভিযান

আপডেট সময়ঃ ০৭:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজার–বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ প্রকল্প। কাগজে-কলমে উন্নয়নের দাবি, মাঠপর্যায়ে বাস্তবতা কি তাই?—এই প্রশ্নের উত্তর খুঁজতেই বুধবার (৩০ এপ্রিল) দুপুরে হঠাৎ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিলেট দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত, কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদকের আরও কয়েকজন সদস্য।

অভিযানে এলজিইডি কার্যালয় থেকে সংশ্লিষ্ট সড়ক প্রকল্পের বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়। এরপর সরেজমিনে পরিদর্শন করা হয় এক কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণস্থল।

উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত সুনামগঞ্জ সংবাদকে বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, এই সড়ক নির্মাণে অবৈধভাবে উত্তোলন করা বালু ব্যবহার করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। আমরা রাস্তার কাজের নমুনাও সংগ্রহ করেছি। এসব নমুনা পরীক্ষার জন্য কমিশনে পাঠানো হবে।”

তিনি আরও জানান, স্থানীয় ইউএনও’র সঙ্গেও তারা এই বিষয়ে কথা বলেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে অনিয়মের আভাস মিললেও, পরীক্ষাগারে বিশ্লেষণের পরই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে।

সিলেট দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনে জানান, ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলন ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই অভিযান।পুরো বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে এবং অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।