শ্যামলী- 59/1 A/A, বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ। ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

অবৈধ ইসরায়েলি বসতকারীদের দ্বারা জেরিকোয় ফিলিস্তিনিদের পানির সরবরাহ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:২৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে।

ছবি: সংগৃহীত

শনিবার পূর্ব অধিকৃত পশ্চিমতীরের জেরিকোতে একটি ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের পানির লাইন কেটে দিয়েছে অবৈধ ইসরায়েলি বসতকারীরা, জানিয়েছেন এক কর্মকর্তা।

আল-বায়দার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব বেদুইন রাইটস-এর সমন্বয়ক হাসান ম্লেইহাত জানান, স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ইসরায়েলি বসতকারী দল আল-আউজা গ্রামের ফিলিস্তিনি বাড়িগুলোতে সরবরাহকৃত পানির পাইপলাইন কেটে দেয়। গ্রামটি অধিকৃত পশ্চিমতীরের জেরিকোর উত্তরে অবস্থিত।

এক বিবৃতিতে ম্লেইহাত বলেন, অবৈধ বসতকারীরা তাদের যানবাহন নিয়ে উসকানিমূলকভাবে এলাকা দিয়ে ঘুরে বেড়ায় এবং পরে আল-আউজা ঝরনা থেকে বাসিন্দাদের বাড়িতে পানি সরবরাহকারী পাইপগুলো ইচ্ছাকৃতভাবে কেটে দেয়।

তিনি বলেন, “এই হামলা ফিলিস্তিনি বাসিন্দাদের তাদের জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করতে পরিচালিত একটি বৃহত্তর, পদ্ধতিগত প্রচেষ্টার অংশ।” তিনি এটিকে “আদিবাসী জনগোষ্ঠীকে অঞ্চল থেকে খালি করার লক্ষ্যে একটি ইচ্ছাকৃত মাত্রার বৃদ্ধি” হিসেবে উল্লেখ করেন।

ফিলিস্তিনি উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের (একটি সরকারি সংস্থা) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে পশ্চিমতীরে বসতকারীরা ফিলিস্তিনিদের এবং তাদের সম্পত্তির বিরুদ্ধে ৮৬০টি হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি শহর ও সম্প্রদায়ের ওপর হামলা, সম্পত্তির ওপর আক্রমণ, জমি বুলডোজ করা এবং অন্যান্য লঙ্ঘন।

অধিকৃত পশ্চিমতীরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৭,০০০ জনেরও বেশি আহত হয়েছেন।

গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের দীর্ঘদিনের ফিলিস্তিনি ভূমি দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের সকল বসতি খালি করার নির্দেশ দেয়।

সূত্র: Anadolu Ajansi

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অবৈধ ইসরায়েলি বসতকারীদের দ্বারা জেরিকোয় ফিলিস্তিনিদের পানির সরবরাহ বন্ধ

আপডেট সময়ঃ ০১:২৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

শনিবার পূর্ব অধিকৃত পশ্চিমতীরের জেরিকোতে একটি ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের পানির লাইন কেটে দিয়েছে অবৈধ ইসরায়েলি বসতকারীরা, জানিয়েছেন এক কর্মকর্তা।

আল-বায়দার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব বেদুইন রাইটস-এর সমন্বয়ক হাসান ম্লেইহাত জানান, স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ইসরায়েলি বসতকারী দল আল-আউজা গ্রামের ফিলিস্তিনি বাড়িগুলোতে সরবরাহকৃত পানির পাইপলাইন কেটে দেয়। গ্রামটি অধিকৃত পশ্চিমতীরের জেরিকোর উত্তরে অবস্থিত।

এক বিবৃতিতে ম্লেইহাত বলেন, অবৈধ বসতকারীরা তাদের যানবাহন নিয়ে উসকানিমূলকভাবে এলাকা দিয়ে ঘুরে বেড়ায় এবং পরে আল-আউজা ঝরনা থেকে বাসিন্দাদের বাড়িতে পানি সরবরাহকারী পাইপগুলো ইচ্ছাকৃতভাবে কেটে দেয়।

তিনি বলেন, “এই হামলা ফিলিস্তিনি বাসিন্দাদের তাদের জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করতে পরিচালিত একটি বৃহত্তর, পদ্ধতিগত প্রচেষ্টার অংশ।” তিনি এটিকে “আদিবাসী জনগোষ্ঠীকে অঞ্চল থেকে খালি করার লক্ষ্যে একটি ইচ্ছাকৃত মাত্রার বৃদ্ধি” হিসেবে উল্লেখ করেন।

ফিলিস্তিনি উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের (একটি সরকারি সংস্থা) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে পশ্চিমতীরে বসতকারীরা ফিলিস্তিনিদের এবং তাদের সম্পত্তির বিরুদ্ধে ৮৬০টি হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি শহর ও সম্প্রদায়ের ওপর হামলা, সম্পত্তির ওপর আক্রমণ, জমি বুলডোজ করা এবং অন্যান্য লঙ্ঘন।

অধিকৃত পশ্চিমতীরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৫৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৭,০০০ জনেরও বেশি আহত হয়েছেন।

গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের দীর্ঘদিনের ফিলিস্তিনি ভূমি দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের সকল বসতি খালি করার নির্দেশ দেয়।

সূত্র: Anadolu Ajansi