০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

আইনশৃঙ্খলার অবনতি ও মাছ লুটের ঘটনায় সংবাদ সম্মেলন

দৈনিক সুনামগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময়ঃ ১১:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে।

ছবি : সংগৃহীত

দিরাই-শাল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও বিভিন্ন বৈধ লিজকৃত জলমহালে হাজার হাজার লোকের অবৈধ মাছ ধরার বিষয়ে জরুরী সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন, দিরাই ও শাল্লায় বিগত কিছুদিন ধরে একের পর এক বৈধ লিজকৃত জলমহাল লুটপাটের ঘটনা ঘটছে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে। এ নিয়ে এলাকায় মানুষ আতংকে দিন কাটাচ্ছে। দিরাই শাল্লার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল, এখন সেটি ম্লান হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একজন সচেতন কর্মী ও (দিরাই-শাল্লা) আমার নির্বাচনী এলাকা হওয়ায় আমি মর্মাহত ও ব্যাথিত হয়েছি। এভাবে একটি শান্তিপূর্ণ এলাকায় অশান্তি বিরাজ করবে এটা প্রত্যাশা করা যায় না। এমন পরিস্থিতিতে আমি ঘরে বসে থাকতেও পারি না।
তিনি বলেন, এই হীন কাজে যারা জড়িত তাদেরকে দ্রæত আইনের আওতায় আনতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কিভাবে দিরাই শাল্লার জলমহাল এভাবে প্রকাশ্যে লুটপাট করছে, কারা ইন্ধনদাতা তা খুঁজে বের করা আপনাদের কাজ। এখানে ফ্যাসিবাদী গোষ্ঠীর কোন ষড়যন্ত্র আছে কি না তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন তিনি । তিনি বলেন, প্রশাসন চাইলে আসল অপরাধীকে খুঁজে বের করা সম্ভব হবে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আমাদের ১৮ কোটি মানুষের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট। তা হল কোন অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড দলের কেউ জড়িত থাকলে, তা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সাথে সাথে দল থেকে বহিস্কার করা হবে। সুতরাং দিরাই শাল্লার প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি আপনারা তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বের করুন, আমরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী আপনাদের পাশে আছি এবং থাকব। তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, লেখনির মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরুন আমরা দিরাই- শাল্লাবাসী উপকৃত হব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেতইরনদীর ইজারাদার লিপন হাসান চৌধুরীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আইনশৃঙ্খলার অবনতি ও মাছ লুটের ঘটনায় সংবাদ সম্মেলন

আপডেট সময়ঃ ১১:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ছবি : সংগৃহীত

দিরাই-শাল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও বিভিন্ন বৈধ লিজকৃত জলমহালে হাজার হাজার লোকের অবৈধ মাছ ধরার বিষয়ে জরুরী সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন, দিরাই ও শাল্লায় বিগত কিছুদিন ধরে একের পর এক বৈধ লিজকৃত জলমহাল লুটপাটের ঘটনা ঘটছে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে। এ নিয়ে এলাকায় মানুষ আতংকে দিন কাটাচ্ছে। দিরাই শাল্লার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল, এখন সেটি ম্লান হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একজন সচেতন কর্মী ও (দিরাই-শাল্লা) আমার নির্বাচনী এলাকা হওয়ায় আমি মর্মাহত ও ব্যাথিত হয়েছি। এভাবে একটি শান্তিপূর্ণ এলাকায় অশান্তি বিরাজ করবে এটা প্রত্যাশা করা যায় না। এমন পরিস্থিতিতে আমি ঘরে বসে থাকতেও পারি না।
তিনি বলেন, এই হীন কাজে যারা জড়িত তাদেরকে দ্রæত আইনের আওতায় আনতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কিভাবে দিরাই শাল্লার জলমহাল এভাবে প্রকাশ্যে লুটপাট করছে, কারা ইন্ধনদাতা তা খুঁজে বের করা আপনাদের কাজ। এখানে ফ্যাসিবাদী গোষ্ঠীর কোন ষড়যন্ত্র আছে কি না তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন তিনি । তিনি বলেন, প্রশাসন চাইলে আসল অপরাধীকে খুঁজে বের করা সম্ভব হবে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, আমাদের ১৮ কোটি মানুষের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট। তা হল কোন অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড দলের কেউ জড়িত থাকলে, তা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সাথে সাথে দল থেকে বহিস্কার করা হবে। সুতরাং দিরাই শাল্লার প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি আপনারা তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বের করুন, আমরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী আপনাদের পাশে আছি এবং থাকব। তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, লেখনির মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরুন আমরা দিরাই- শাল্লাবাসী উপকৃত হব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেতইরনদীর ইজারাদার লিপন হাসান চৌধুরীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।