গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা

- আপডেট সময়ঃ ১০:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।
ছবি: সংগৃহীত
গাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) সন্ধ্যায় এ ঘটনার খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন এনসিপির নেতারা।
দলের আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, “গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসুন, প্লিজ।”
একই তথ্য নিশ্চিত করে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানান, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে এবং তার হাত রক্তাক্ত হয়েছে। যারা কাছাকাছি আছেন, দয়া করে তাকে নিরাপত্তা দিন।”
হামলার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত—তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।