চিন্ময় দাসের জামিন স্থগিতাদেশ প্রত্যাহার, রোববার শুনানি

- আপডেট সময়ঃ ০৮:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। আগামী রোববার, ৪ মে, তার জামিন স্থগিতের আবেদনের পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে।
বিতর্কিত ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেন।
চিন্ময়ের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, “চেম্বার আদালত জামিন স্থগিত করেছিলেন। পরে সেই স্থগিতাদেশ রিকল (প্রত্যাহার) করা হয়েছে।”
এর আগে বিকাল ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন। তবে ওই সময় চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং আরশাদুর রউফ শুনানি করেন।
রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিচারপতি জানিয়েছেন ৪ মে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ওইদিন আসামিপক্ষের যুক্তি শুনে পরবর্তী আদেশ দেওয়া হবে।
এর আগে বিকেলে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও মো. আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন।
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময় দাসের নেতৃত্বে একটি বড় হিন্দু ধর্মীয় সমাবেশ হয়। এর কিছুদিন পর, ৩১ অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়। এতে চিন্ময়সহ আরও ১৮ জনকে আসামি করা হয়।
চিন্ময় দাসকে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ। জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠান। আদালত চত্বরেই সেদিন আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ হয় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।