শ্যামলী- 59/1 A/A, বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ। ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

যুগ্ম সচিবকে আটক করেছে বিজিবি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৭:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ৭০ বার পড়া হয়েছে।

বিজিবির দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অপরাধমূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় একেএম জি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকালে কিবরিয়া মজুমদার কসবা সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই যুগ্ম সচিবকে কসবা থানাপুলিশে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। তিনি

বিজিবির দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অপরাধমূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

বিজিবি সূত্রে জানাগেছে, ব্রা?হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্ম সচিব ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদা নদী বিওপির টহল দল তাকে আটক করেছে।

আটক যুগ্ম সচিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা রজু হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বিজিবি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যুগ্ম সচিবকে আটক করেছে বিজিবি

আপডেট সময়ঃ ০৭:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় একেএম জি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকালে কিবরিয়া মজুমদার কসবা সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই যুগ্ম সচিবকে কসবা থানাপুলিশে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। তিনি

বিজিবির দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অপরাধমূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

বিজিবি সূত্রে জানাগেছে, ব্রা?হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্ম সচিব ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদা নদী বিওপির টহল দল তাকে আটক করেছে।

আটক যুগ্ম সচিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা রজু হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বিজিবি।