সুনামগঞ্জের দিরাইয়ে দুর্বৃত্তদের আগুনে কৃষকের ২০০ মণ বোরো ধান ভস্মীভূত

- আপডেট সময়ঃ ১০:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে।
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলার রণভূমি গ্রামে দুর্বৃত্তদের লাগানো আগুনে এক কৃষকের ২০০ মণ বোরো ধান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) ভোররাতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান, রণভূমি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। দুর্বৃত্তদের আগুনে তার সারা বছরের পরিশ্রম মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাউআই হাওরে প্রতিদিনের মতো কাটা ধান পাহারা দিচ্ছিলেন ছাদ উদ্দিন নামে এক ব্যক্তি। ভোর রাত ৪টার দিকে ১০-১৫ জনের একটি দুর্বৃত্তের দল হাওরে গিয়ে তার হাত-পা বেঁধে ফেলে এবং সেখানে রাখা কাটা ধানে আগুন ধরিয়ে দেয়।
পরে সকালে অন্যান্য কৃষকরা কাজে গিয়ে হাওরে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে পুরো ফসল ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক কষ্ট করে এই ফসল তুলেছিলাম। কে বা কারা আমার সর্বনাশ করল! আমার সব শেষ হয়ে গেল। ২০০ মণ ধান একেবারে ছাই হয়ে গেছে।”
এ বিষয়ে দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, কে বা কারা ফসলি জমিতে অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।