সুনামগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

- আপডেট সময়ঃ ০১:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে মো. আল মোবিন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোবিন শহরের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে নতুনপাড়ায় বসবাস করে আসছিলেন। তিনি স্থানীয়ভাবে একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, হৃদয় বণিক নামে এক যুবক, যিনি এলাকায় চিহ্নিত মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত, প্রতিদিনই নির্মাণাধীন ভবনের ছাদে উঠে মদ্যপান ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতেন। মঙ্গলবার বিকেলেও সে একাই ভবনের ছাদে গিয়ে মাতলামি করছিলেন।
মোবিন বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করেন এবং বলেন, “তোমরা এখানে এসব কর, আমরাতো পরিবার নিয়ে থাকি।” এই কথার জবাবে হৃদয় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মোবিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত মোবিন বালুর স্তূপে পড়ে গেলে সে পুনরায় ছুরিকাঘাত করে।
খেলতে থাকা শিশুদের কাছ থেকে খবর পেয়ে মোবিনের পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। তবে পথেই তাঁর মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক হৃদয় বণিক (৩০), কে নিজ বাসা থেকে আটক করে। বর্তমানে পুলিশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
নিহতের শ্যালক সুয়েব আহমদ বলেন, “আমার বোনের জামাই সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। এমন নির্মম মৃত্যু মেনে নেওয়া কঠিন।”
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, “হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”