শ্যামলী- 59/1 A/A, বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ। ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ৪৫ লাখ টাকার ভারতীয় ফুচকা ও জিরা জব্দ

সুনামগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময়ঃ ১১:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুরে যৌথ টাস্কফোর্স অভিযানে প্রায় ৪৫ লাখ টাকার ভারতীয় ফুচকা ও জিরার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ টহল দল, লাউরগড় বিওপির সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

তাহিরপুর উপজেলার বিন্নাকুলি ও মোদেরগাঁও গ্রামের পরিত্যক্ত বসতবাড়ি ও গুদামে চালানো তল্লাশিতে ১৭ হাজার ৬৫০ কেজি প্যাকেটজাত ভারতীয় ফুচকা ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়, যেগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল।

অভিযান পরিচালনা করেন তাহিরপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। তাঁর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে অংশ নেন।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত পার হয়ে চোরাচালান চক্রগুলো ফুচকা ও মসলা এনে জাদুকাটা নদীপথ ব্যবহার করে ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গঠিত টাস্কফোর্স এই চালানটি আটক করতে সক্ষম হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ৪৫ লাখ টাকার ভারতীয় ফুচকা ও জিরা জব্দ

আপডেট সময়ঃ ১১:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে যৌথ টাস্কফোর্স অভিযানে প্রায় ৪৫ লাখ টাকার ভারতীয় ফুচকা ও জিরার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ টহল দল, লাউরগড় বিওপির সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

তাহিরপুর উপজেলার বিন্নাকুলি ও মোদেরগাঁও গ্রামের পরিত্যক্ত বসতবাড়ি ও গুদামে চালানো তল্লাশিতে ১৭ হাজার ৬৫০ কেজি প্যাকেটজাত ভারতীয় ফুচকা ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়, যেগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল।

অভিযান পরিচালনা করেন তাহিরপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। তাঁর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে অংশ নেন।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত পার হয়ে চোরাচালান চক্রগুলো ফুচকা ও মসলা এনে জাদুকাটা নদীপথ ব্যবহার করে ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গঠিত টাস্কফোর্স এই চালানটি আটক করতে সক্ষম হয়।