সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে ৪৫ লাখ টাকার ভারতীয় ফুচকা ও জিরা জব্দ

- আপডেট সময়ঃ ১১:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুরে যৌথ টাস্কফোর্স অভিযানে প্রায় ৪৫ লাখ টাকার ভারতীয় ফুচকা ও জিরার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ টহল দল, লাউরগড় বিওপির সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
তাহিরপুর উপজেলার বিন্নাকুলি ও মোদেরগাঁও গ্রামের পরিত্যক্ত বসতবাড়ি ও গুদামে চালানো তল্লাশিতে ১৭ হাজার ৬৫০ কেজি প্যাকেটজাত ভারতীয় ফুচকা ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়, যেগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল।
অভিযান পরিচালনা করেন তাহিরপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। তাঁর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে অংশ নেন।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত পার হয়ে চোরাচালান চক্রগুলো ফুচকা ও মসলা এনে জাদুকাটা নদীপথ ব্যবহার করে ভৈরবসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গঠিত টাস্কফোর্স এই চালানটি আটক করতে সক্ষম হয়।