শ্যামলী- 59/1/A, বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ। ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সুনামগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৬ নেতা কারাগারে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৪:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৪ মে) দুপুর ১২ টায় তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক হেমায়েত উদ্দিন তাদের আবেদন নাকচ করে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি মল্লিক মইন উদ্দীন আহমেদ সুহেল।

কারাগারে পাঠানো নেতারা হলেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহশান শাহ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক উকিল আলী।

আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত ছয়জনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে বাকি এক আসামি জামিন পেয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার এক মাস পর ৪ সেপ্টেম্বর আহত যুবক জহিরের ভাই দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সুনামগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৬ নেতা কারাগারে

আপডেট সময়ঃ ০৪:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৪ মে) দুপুর ১২ টায় তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক হেমায়েত উদ্দিন তাদের আবেদন নাকচ করে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি মল্লিক মইন উদ্দীন আহমেদ সুহেল।

কারাগারে পাঠানো নেতারা হলেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহশান শাহ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক উকিল আলী।

আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত ছয়জনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে বাকি এক আসামি জামিন পেয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার এক মাস পর ৪ সেপ্টেম্বর আহত যুবক জহিরের ভাই দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন।