শ্যামলী- 59/1/A, বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ। ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

সার্কেল ২৫ নং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে‘র নেতৃত্বে মখলিছ-তাহের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১১:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ৬১ বার পড়া হয়েছে।

একটি সংগঠনের নির্বাচন কখনো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—তা একটি আস্থার নতুন বিন্যাস, দায়িত্বের নতুন মানচিত্র। সোমবার (১৯ মে) সার্কেল ২৫ নং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাচন শেষে ঠিক এমন একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আলহাজ্ব মখলিছ মিয়া এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন মোঃ আবু তাহের জিম্মাদার।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রবীণ মখলিছ মিয়া ও সৈয়দ কবির আহমদের মধ্যে। কৌশল, জনপ্রিয়তা এবং দীর্ঘদিনের সামাজিক সংশ্লিষ্টতার নিরিখে মখলিছ মিয়া জয় ছিনিয়ে নেন। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু তাহের—একজন নিরব কিন্তু নির্ভরযোগ্য সংগঠক হিসেবে যার পরিচিতি দীর্ঘদিনের।

নির্বাচনের পরে দেওয়া বক্তব্যে আলহাজ্ব মখলিছ মিয়া বলেন,
“এই সংগঠন কেবল একটি প্রতিষ্ঠানের নাম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের এক টুকরো। আমি চাই, একতা আর সেবার মধ্য দিয়ে আমরা এই সংগঠনকে আরও মানুষের কাছাকাছি নিয়ে যাবো।”

সাধারণ সম্পাদক আবু তাহের বলেন,
“দায়িত্ব পাওয়া মানে কেবল পদ নয়, এটা একটা প্রতিজ্ঞা—সব কণ্ঠকে শোনা, সকলের প্রয়োজনকে বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। সভাপতি মহোদয়ের অভিজ্ঞতা আর সবার সম্মিলিত সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো।”

নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ আব্দুল কাদির বুলবুল—তিনিও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এই নির্বাচন কেবল নেতৃত্ব বদলের আয়োজন ছিল না; এটি ছিল অভ্যন্তরীণ ঐক্যের প্রমাণ, ভবিষ্যতের পরিকল্পনার প্রতি আস্থা প্রকাশের উপলক্ষ। প্রবাসজীবনের জটিলতায় যখন আত্মপরিচয় খুঁজে পাওয়া কঠিন হয়ে ওঠে, তখন এমন সংগঠনগুলোই হয়ে ওঠে একটি নির্ভরতার আশ্রয়।

কমিউনিটির অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন, মখলিছ-তাহের নেতৃত্বে সার্কেল ২৫ শুধু সংগঠন থাকবে না—তা হয়ে উঠবে প্রবাসী বাংলাদেশিদের মনের ঠিকানা।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সার্কেল ২৫ নং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে‘র নেতৃত্বে মখলিছ-তাহের

আপডেট সময়ঃ ১১:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

একটি সংগঠনের নির্বাচন কখনো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—তা একটি আস্থার নতুন বিন্যাস, দায়িত্বের নতুন মানচিত্র। সোমবার (১৯ মে) সার্কেল ২৫ নং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাচন শেষে ঠিক এমন একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আলহাজ্ব মখলিছ মিয়া এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন মোঃ আবু তাহের জিম্মাদার।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রবীণ মখলিছ মিয়া ও সৈয়দ কবির আহমদের মধ্যে। কৌশল, জনপ্রিয়তা এবং দীর্ঘদিনের সামাজিক সংশ্লিষ্টতার নিরিখে মখলিছ মিয়া জয় ছিনিয়ে নেন। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু তাহের—একজন নিরব কিন্তু নির্ভরযোগ্য সংগঠক হিসেবে যার পরিচিতি দীর্ঘদিনের।

নির্বাচনের পরে দেওয়া বক্তব্যে আলহাজ্ব মখলিছ মিয়া বলেন,
“এই সংগঠন কেবল একটি প্রতিষ্ঠানের নাম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের এক টুকরো। আমি চাই, একতা আর সেবার মধ্য দিয়ে আমরা এই সংগঠনকে আরও মানুষের কাছাকাছি নিয়ে যাবো।”

সাধারণ সম্পাদক আবু তাহের বলেন,
“দায়িত্ব পাওয়া মানে কেবল পদ নয়, এটা একটা প্রতিজ্ঞা—সব কণ্ঠকে শোনা, সকলের প্রয়োজনকে বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। সভাপতি মহোদয়ের অভিজ্ঞতা আর সবার সম্মিলিত সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো।”

নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ আব্দুল কাদির বুলবুল—তিনিও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এই নির্বাচন কেবল নেতৃত্ব বদলের আয়োজন ছিল না; এটি ছিল অভ্যন্তরীণ ঐক্যের প্রমাণ, ভবিষ্যতের পরিকল্পনার প্রতি আস্থা প্রকাশের উপলক্ষ। প্রবাসজীবনের জটিলতায় যখন আত্মপরিচয় খুঁজে পাওয়া কঠিন হয়ে ওঠে, তখন এমন সংগঠনগুলোই হয়ে ওঠে একটি নির্ভরতার আশ্রয়।

কমিউনিটির অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন, মখলিছ-তাহের নেতৃত্বে সার্কেল ২৫ শুধু সংগঠন থাকবে না—তা হয়ে উঠবে প্রবাসী বাংলাদেশিদের মনের ঠিকানা।