শ্যামলী- 59/1 A/A, বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ। ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহত ৮৪, আহত ১৬৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে।

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ২৪ ঘণ্টায় ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এ অভিযানের তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় টানা সামরিক অভিযান চালিয়ে আসছে আইডিএফ। চলমান অভিযানে এ পর্যন্ত গাজায় মোট ৫১ হাজার ৪০০ জন নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ১২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও মাত্র দুই মাসের মাথায়, ১৮ মার্চ থেকে নতুন করে অভিযান শুরু করে। দ্বিতীয় দফার এই হামলায় গত ৩৮ দিনে গাজায় নিহত হয়েছেন ২,০৬০ জন এবং আহত হয়েছেন ৫,৩৭৫ জন ফিলিস্তিনি।

বর্তমানে ধারণা করা হচ্ছে, হামাসের হাতে নেওয়া ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন। আইডিএফ ঘোষণা দিয়েছে, সামরিক অভিযান চালিয়েই তাদের মুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর না করা এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত অভিযান বন্ধ করা হবে না।

ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা দায়ের হয়েছে।

সূত্র: Anadolu Ajansi

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহত ৮৪, আহত ১৬৮

আপডেট সময়ঃ ০১:১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ২৪ ঘণ্টায় ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চালানো এ অভিযানের তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় টানা সামরিক অভিযান চালিয়ে আসছে আইডিএফ। চলমান অভিযানে এ পর্যন্ত গাজায় মোট ৫১ হাজার ৪০০ জন নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ১২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও মাত্র দুই মাসের মাথায়, ১৮ মার্চ থেকে নতুন করে অভিযান শুরু করে। দ্বিতীয় দফার এই হামলায় গত ৩৮ দিনে গাজায় নিহত হয়েছেন ২,০৬০ জন এবং আহত হয়েছেন ৫,৩৭৫ জন ফিলিস্তিনি।

বর্তমানে ধারণা করা হচ্ছে, হামাসের হাতে নেওয়া ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন। আইডিএফ ঘোষণা দিয়েছে, সামরিক অভিযান চালিয়েই তাদের মুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর না করা এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত অভিযান বন্ধ করা হবে না।

ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা দায়ের হয়েছে।

সূত্র: Anadolu Ajansi