শ্যামলী- 59/1/A, বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ। ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

মার্কিন হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান, আতঙ্কে ইসরাইলজুড়ে সাইরেন-বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে।

ছবি: মেহের নিউজ

শনিবার রাতে ইরানের ফোরদো, নাতান্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে সরাসরি জড়িয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে রোববার সকালে ইসরাইল লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

আল-জাজিরা ও টাইমস অব ইসরাইলের খবরে জানানো হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ইরান থেকে রোববার সকালে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এটি ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, হামলার পরপরই ইসরাইলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

এছাড়া আইডিএফ জানিয়েছে, ইরান থেকে পাঠানো দুটি ড্রোন ইসরাইলি বিমানবাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এর আগে দক্ষিণ আরাভা অঞ্চলেও ড্রোন হামলার কারণে সাইরেন বাজে। আইডিএফ দাবি করেছে, ড্রোনগুলো ইরান থেকে ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নিয়েছে, যা ইঙ্গিত দেয় যে এগুলো যুক্তরাষ্ট্রের হামলার আগেই উৎক্ষেপণ করা হয়েছিল।

মধ্যরাতের কিছু পর, গোলান মালভূমির আকাশেও ইরানের আরও একটি ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টা হামলাগুলো পরিস্থিতিকে আরও জটিল ও অস্থির করে তুলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে পুরো অঞ্চলে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মার্কিন হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান, আতঙ্কে ইসরাইলজুড়ে সাইরেন-বিস্ফোরণ

আপডেট সময়ঃ ০১:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ছবি: মেহের নিউজ

শনিবার রাতে ইরানের ফোরদো, নাতান্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে সরাসরি জড়িয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে রোববার সকালে ইসরাইল লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

আল-জাজিরা ও টাইমস অব ইসরাইলের খবরে জানানো হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ইরান থেকে রোববার সকালে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এটি ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, হামলার পরপরই ইসরাইলের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

এছাড়া আইডিএফ জানিয়েছে, ইরান থেকে পাঠানো দুটি ড্রোন ইসরাইলি বিমানবাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এর আগে দক্ষিণ আরাভা অঞ্চলেও ড্রোন হামলার কারণে সাইরেন বাজে। আইডিএফ দাবি করেছে, ড্রোনগুলো ইরান থেকে ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নিয়েছে, যা ইঙ্গিত দেয় যে এগুলো যুক্তরাষ্ট্রের হামলার আগেই উৎক্ষেপণ করা হয়েছিল।

মধ্যরাতের কিছু পর, গোলান মালভূমির আকাশেও ইরানের আরও একটি ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টা হামলাগুলো পরিস্থিতিকে আরও জটিল ও অস্থির করে তুলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে পুরো অঞ্চলে।